Here you know about Bengali entertainment news, Bengali serial actor & actress lifestyle & biography, and new bengali movie list. Watch Bollywood news, song, movie, Bollywood actor, actress biography, photos, Tollywood news, song, movie, Tollywood actor, actress, biography, photos, Hindi & Bengali movie, song, news in Bengali on BOLLY TOLLY BLAST.
Contact us
▼
৮.১০.১৮
জোর করে জড়িয়ে ধরে চুলের গন্ধ শুঁকত’, কুইন পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন কঙ্গনা
নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্ত যৌন হেনস্থার অভিযোগ আনার পর যেন খুলে গিয়েছে বলিউডের প্যান্ডোরার বাক্স। এবার এক মহিলা পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন। এবার বিকাশ পরিচালিত কুইন ছবির অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সেই মহিলাকে সমর্থন করে অভিযোগ করলেন, বিকাশ তাঁর সঙ্গেও আপত্তিকর আচরণ করেছেন।
ওই মহিলা বিকাশ বহেলের সঙ্গে বম্বে ভেলভেট ছবিতে কাজ করেন। ছবির প্রমোশনাল ট্যুরের সময় বিকাশ তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। কঙ্গনা বলেছেন, তাঁর স্থির বিশ্বাস, মহিলার অভিযোগ সত্যি, বিকাশ তাঁকে যৌন হেনস্থা করেছেন। ২০১৪ সালে তিনি যখন কুইন-এর শ্যুটিং করছিলেন, ততদিনে বিকাশের বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু তখনও তিনি রোজ নতুন নতুন সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার কথা পরিষ্কার বলতেন। বিয়ের পরেও এ ধরনের কথা যে বলতে পারে, তার এমন অভ্যেস অসুখে পরিণত হয়েছে। কঙ্গনা আরও বলেছেন, বিকাশ রোজ রাতে পার্টি করতেন, তিনি তাড়াতাড়ি শুয়ে পড়তেন বলে পার্টিতে থাকতে পারতেন না, তাই বিকাশ যা তা বলতেন তাঁকে। বলতেন, তিনি একটুও ‘কুল’ নন। যখনই বিকাশের সঙ্গে তাঁর কোথাও দেখা হত, অদ্ভুতভাবে তাঁকে জাপটে ধরতেন তিনি, মাথার মধ্যে মুখ ডুবিয়ে চুলের গন্ধ শুঁকতেন, বলতেন, এই গন্ধের সঙ্গে তাঁর ভালবাসা রয়েছে। বিকাশের আচরণে কঙ্গনার মনে হত, তাঁর আচরণে কিছু সমস্যা রয়েছে।
ওই মহিলার অভিযোগের ব্যাপারে কঙ্গনা বলেছেন, তাঁকে ভরসা করেন তিনি। এই সমস্যার কথা মহিলা আগেও বলেছেন, তখন খুব সহজে তা চেপে দেওয়া হয়েছিল। কিন্তু তখনও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সে সময় বিকাশ বহেল তাঁর কাছে আসেন হরিয়ানার এক সোনার মেডেল পাওয়া খেলোয়াড়ের জীবনের ওপর চিত্রনাট্য নিয়ে। কিন্তু তিনি ওই মহিলাকে সমর্থন করায় বিকাশ তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। কিন্তু তিনি তাই করেছেন, যা ঠিক মনে করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন