Contact us

২৩.৬.২১

Akshay kumar net Worth 2021 অক্ষয় কুমারের মোট সম্পত্তি

Bollytollyblast

 1967 সালে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন অক্ষয় কুমার। সবাই তাকে অক্ষয় কুমার নামে জানলেও তার আসল নাম রাজীব হরি ওম ভাতিয়া। 1991 সালে ‘সৌগন্ধ’ সিনেমা দিয়ে বলিউডে তার অভিষেক। তারপর একের পর এক হিট ছবি দিতে থাকেন তিনি ইন্ডাস্ট্রিকে। জীবনে নানা বাধা সত্বেও ভেঙে পড়েননি তিনি। সংগ্রাম চালিয়ে গেছেন। হয়ে উঠেছেন বলিউডের খিলাড়ি। একটি সিনেমার জন্য 45 কোটি টাকা এবং একটি বিজ্ঞাপনের জন্য 6 থেকে 7 কোটি টাকা চার্জ করেন তিনি। বছরে প্রায় চার থেকে পাঁচটি ছবিতে তাকে অভিনয় করতে দেখতে পাওয়া যায়। মুম্বাইয়ের জুহু এলাকায় তার বাংলোটি প্রাসাদের থেকে কোন কম নয়। তার মূল্য 80 কোটি টাকা। এছাড়া কানাডাতে একটি বাংলো রয়েছে যার দাম 125 কোটি টাকা।এছাড়া গোয়া, টোরন্ট, কেপটাউন ও মুম্বাইয়ের আন্ধেরিতে রয়েছে তার বাংলো। বাড়ির পাশাপাশি সাতটি বিলাসবহুল গাড়ি রয়েছে তার এবং বড় বড় কোম্পানির বাইক ও রয়েছে তার কাছে। খিলাড়ি প্রায় সব মিলিয়ে 1870 কোটি টাকার মালিক। তিনি বলিউডের নামকরা সেলিব্রিটিদের মধ্যে একজন যার নিজস্ব প্লেন রয়েছে। যার এই প্রাইভেট জেট প্লেনের দাম 260 কোটি টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন