Contact us

১৫.৫.২২

বেলাশুরু ছবির টাপাটিনি ভাইরাল

 

Monami Ghosh

ছায়াছবির হোক বা অন্য যেকোন গান  যদি পছন্দ হয় শ্রোতাদের তাহলে সামাজিক মাধ্যমের দৌলতে  ছেয়ে যায় নেট দুনিয়ায়। যেমন কিছু দিন আগে কাচা  বাদাম গানটি ভাইরাল হয়েছিল। আবার তেমনি ভাইরাল হতে চলেছে টাপাটিনি গান। যেটি "বেলাশুরু" ছবির গান। এই গান মুক্তি পাওয়ার পর  জনপ্রিয়তার শীর্ষে। রিল  সর্বত্র দুনিয়ায় ভিডিও বানানোর জন্য নেটিজেনদের নতুন পছন্দের গান "টাপাটিনি"। 

Smart jodi

এই গানের তালে আনেক তারকারাই পা মিলিয়েছেন। এখন এই তালে নাচার চ্যালেঞ্জ জানালেন মোনামী ঘোষ জীতকে। জীবের স্মার্ট জোড়ীর  মঞ্চে দেখা যাবে মোনামী ঘোষ সহ বেলা শুরুর পুরো টিমকে। ১৫ মে স্মার্ট জোড়ীর মঞ্চে জীতকে  চ্যালেঞ্জ জানাতে দেখা যাবে মোনামী ঘোষ কে। সেখানে মোনামী ঘোষ ও ইমন চক্রবর্তীর সঙ্গে টাপাটিনি গানে পা মেলাতে দেখা যাবে সুপারস্টার জীতকে। ১৫ মে স্মার্ট জোরিতে দেখা যাবে বেলা শুরুর বিশেষ পর্ব। 


Belashuru

টাপাটিনি হল বীরভূমের লোক গান। যা বেলাশুরু ছবির মাধ্যমে দর্শকদের মনে রাজত্ব করছে। টাপাটিনি গানে সুর দিয়েছেন অনিন্দ্য চট্টপাধ্যায়। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, উপালি চট্টপাধ্যায় ও খ্যাপা। ২০ মে মুক্তি পাবে বেলাশুরু ছবিটি। এই ছবিতে শেষ বারের মতো অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টপাধ্যায়কে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন