television লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
television লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩১.১২.২৩

Tollywood actress Manali Dey lifestyle & biography. মানালি দে লাইফস্টাইল ।

মানালি দে
মানালি দে 


 বাংলা বিনোদন জগতের একটি অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হল মানালি দে । মানালি দে একাধিক বাংলা চলচিত্র ও সিরিয়ালে কাজ করেছেন । তিনি সাধারনত বউ কথা কও সিরিয়ালের মাধ্যমে দর্শক মহলে পরিচিতি লাভ করেন । 

পিতামাতা ও বাল্য জীবন;

মানালি দে কলকাতার মেয়ে । জন্ম থেকেই তিনি কলকাতায় থাকেন। তার পিতার নাম হল নিতাই দে ও মাযের নাম হল মনীষা দে । মানালি দে তার পিতা মাতার একমাত্র সন্তান । তার ডাকনাম হল মানা । 

মানালি দে ও তার মা
মানালি দে ও তার মা 



মানালি দে ও তার বাবা
মানালি দে ও তার বাবা 

জন্মস্থান ও বর্তমান ঠিকানা 

মানালি দে ১৯৯০ সালের ৬ ই মে তারিখে কলকাতায় জন্মগ্রহণ করেন । বর্তমানে তিনি কলকাতা , পশ্চিমবঙ্গ , ভারতে বসবাস করেন । মানালি দে অক্সফোর্ড হাউস থেকে মাধ্যমিক এবং কাকুরগাছি ওপেন বোর্ড আর্মিত একাডেমী থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন । তিনি স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জানা যায় । 

শারীরিক গঠন 

মানালি দে র শরিলের গঠন হল - রোগা । তার গায়ের রং ফর্সা , চুলের  হল কালো , চোখের রং কালো । তার বর্তমান বয়স হল ৩৩ বছর , বর্তমান ওজন ৫৫ কেজি । তার উচ্চতা হল ৫ ফুট ৩ ইঞ্চি । 

প্রেম ও বিবাহ 

মানালি দে ২০১২ সালে সপ্তক ব্যানার্জির সাথে বিবাহ করেন । পরে তাদের সম্পর্কের অবনতি হয় এবং ২০১৬ সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় । তিনি পুনরায় ২০২০ সালে অভিমুন্য মুখার্জীর  সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । বর্তমানে  তাদের একটি সন্তান রয়েছে এবং তার সুখেই রযেছে । 
মানালি দে ও অভিমুন্য মুখার্জী
অভিমুন্য মুখার্জী 

মানালি দে ও সপ্তক ব্যানার্জী
সপ্তক ব্যানার্জী 

পছন্দ ও অপছন্দ 

মানালি দে অভিনয় , ভ্রমণ ও নাচ করতে খুব পছন্দ করেন । তার প্রিয় রং হল গোলাপী , প্রিয় খাবার বিরিয়ানী , প্রিয় নায়ক হল আমির খান, প্রিয় নায়িকা হল কাজল। 

কর্ম জীবন 

মানালি দে শিশু শিল্পী হিসাবে তার কেরিয়ার জীবন শুরু করেন। তার প্রথম চলচিত্র হল কালী আমার মা । চলচিত্র দিয়ে তার কেরিয়ার জীবন শুরু হলেও তিনি পরিচিতি লাভ করেন বাংলা টিভি সিরিয়ালের মাধ্যমে । নায়িকা হিসাবে তার প্রথম সিরিয়াল হল বউ কথা কও । তার পর তিনি যে সব সিরিয়ালে অভিনয় করেছেন সেগুলি হল নীড় ভাঙা ঝড়, মোহনা , জয় কালী কলকাতাওয়ালী , জামাই রাজা , নক্সী কাথা , ধুলোকনা , সখী , ভুলে যেওনা প্লিস । বর্তমানে তিনি কার কাছে কই মনের কথা সেরিয়ালে কাজ করছেন । সিরিয়াল ছাড়াও তিনি একাধিক সিনেমায় কাজ করেছেন সেগুলি হল কালী আমার মা, রাজদ্রোহ , অচিন পাখি, স্থানীয় সংবাদ, প্রাক্তন, মহানায়ক, ভুতু, গোত্র, অডভেঞ্চার অফ জোজো , লক ডাউন, নিমকি ফুলকি, নিমকি ফুলকি ২ । 

২৮.৮.২১

নুসরত জাহানের খবর। মা হলেন নুসরত জাহান।

সন্তানের মা হলেন নুসরত


 পুত্রসন্তানের জন্ম দিলেন নুসরত জাহান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে 25 শে বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। নবজাতক এবং মা আপাতত ভাল আছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫-এ ছেলের জন্ম দিয়েছেন নুসরত। নবজাতকের ওজন ২.৯ কেজি। মায়ের সঙ্গেই রয়েছে সন্তান।

সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর ইচ্ছে অনুসারে নুসরতের সবথেকে কাছের মানুষ যশ দাশগুপ্ত তাঁর সঙ্গী ছিলেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন হবু মায়ের সব দায়িত্ব নিয়েছিলেন যশ। কিন্তু নুসরত নিজে এই বিষয়ে নিয়ে মুখ খোলেননি।


মা হওয়ার এই পর্যায়ে মহিলাদের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে সামনের সারিতে এসে দাঁড়িয়েছেন নুসরত। ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণার প্রবল বাণের মুখে জীবনের লড়াইয়ের কথা জানিয়েছিলেন তিনি। তাঁর প্রাক্তন সহবাস সঙ্গী নিখিল জৈনের নাম না করে তিনি বলেছিলেন, দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত।

দীর্ঘ বিতর্কের পথ পেরিয়ে পুত্রসন্তানের মা হলেন তিনি। যশ দাশগুপ্ত সঙ্গে থাকলেও পুত্রসন্তানের বাবা কে, সে কথা আজও প্রকাশ্যে আসেনি। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইন নুসরতের প্রাক্তন নিখিল জৈনকে যোগাযোগ করলে তিনি বললেন, ‘‘আমি জানি নুসরতের ছেলে হয়েছে। কিন্তু নুসরতকে আমি এ নিয়ে আলাদা করে ফোন বা যোগাযোগ করতে চাই না। ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তবে কামনা করি, সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে ওঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’’

নিখিল এবং নুসরত। এই দুই নাম নিয়ে জলঘোলা চলছে গত আড়াই মাস ধরে। তাঁরা এক ছাদের তলায় থাকেন না ২০২০ সালের নভেম্বর মাস থেকে। নিখিলের নাম না করে ৯ জুন নুসরত একটি বিবৃতি জারি করেন। যেখানে নিখিলের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে নুসরত লিখেছিলেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’ তার পর পাল্টা বিবৃতি জারি করে নিখিল বলেছিলেন, ‘‘আদালতে দেখা হবে।’

নুসরতের মতে, সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ না করলে নিজে ভাল থাকা যাবে না। নিজের পছন্দ আর ইচ্ছেকেই যে প্রত্যেক মহিলাকে প্রাধান্য দিতে হবে, এই কথাই বার বার নেটমাধ্যমে বলতে চেয়েছেন নুসরত। তবে তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে তিনি কোনও দিন মুখ খোলেননি।

নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে নিখিল আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন,"নুসরতের সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।” তবে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠমহল থেকে জানা গিয়েছে এই সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত।

অন্তঃসত্ত্বা প্রসঙ্গে নুসরত বলেছিলেন, ‘‘মাতৃত্ব আশীর্বাদ, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু নিজের শরীর ও মন প্রস্তুত না হলে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’’