অভিনেত্রী তিতিক্ষা দাসের জীবনী
তিতিক্ষা দাস হল একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী যিনি মূলত বাংলা সিরিয়ালে কাজ করেন । মাত্র ১৯ বছর বয়স থেকে তিনি বাংলা সিরিয়ালে লিড চরিত্রে অভিনয় করছেন । তিনি কালার বাংলায় দত্ত & বৌমা সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন । এই সিরিয়ালে তিনি প্রধান চরিত্র মুকুটের ভূমিকায় অভিনয় করেছেন । তিতিক্ষা দাস বর্তমানে জি বাংলায় ইচ্ছে পুতুল সিরিয়ালের প্রধান চরিত্র মেঘের ভূমিকায় অভিনয় করছেন ।
কর্ম জীবন
তিনি ২০২১ সালে কালার বাংলার দত্ত & বৌমা সিরিয়াল দিয়ে কর্ম জীবন শুরু করেন । তারপর ২০২২ সালে জয় জগন্নাথ সিরিয়ালে কাজ করেছেন । বর্তমানে তিনি জি বাংলার ইচ্ছে পুতুল সিরিয়ালে মেঘের ভূমিকায় অভিনয় করছেন ।
জন্মস্থান ও ঠিকানা
তিতিক্ষা দাস ১২ জানুয়ারি ২০০২ সালে উত্তর ২৪ পরগণা জেলার দুত্তপুকুরে জন্মগ্রহণ করেছেন । তবে তিনি বর্তমানে কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে বসবাস করেন ।
পরিবার
তিতিক্ষা দাসের বাবার নাম হল চন্দন দাস । তার মাযের নাম হল শুক্লা দাস । তিতিক্ষা দাস বর্তমানে সিঙ্গেল রয়েছেন । তবে কারো সাথে প্রেম করছেন কিনা জানা যায়নি ।
বিদ্যালয় ও শিক্ষা
তিনি দত্তপুকুরের একটি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা নিয়েছেন । তবে বিদ্যালয়ের নাম জানা যায়নি । বর্তমানে তিনি কলেজে পড়াশোনা করছেন বলে জানা গিয়েছেন ।
শারীরিক গঠন
তার শরিলের ধরণ - রোগা , শারীরিক মাপ - ৩০/২২/৩০ , তার উচ্চতা ৫ '৩ ", ওজন ৫৫ কেজি , গায়ের রং ফর্সা , চুলের রং কালো , চোখের রং কালো , ধর্ম -হিন্দু , জাতীয়তা -ভারতীয় ।
পছন্দ
তিনি নাচ করতে ভালোবাসেন। তার পছন্দের নায়ক হল দেব। পছন্দের নায়িকা হল শ্রাবন্তী ও কোয়েক । প্রিয় রং -কালো ,হলুদ । প্রিয় খেলা - রাকেত ,ফুটবল । তিনি ফুচকা ও মোমো খেতে পছন্দ করেন । তার প্রিয় ভ্রমণস্থান হল দুবাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন