![]() |
মানালি দে |
বাংলা বিনোদন জগতের একটি অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হল মানালি দে । মানালি দে একাধিক বাংলা চলচিত্র ও সিরিয়ালে কাজ করেছেন । তিনি সাধারনত বউ কথা কও সিরিয়ালের মাধ্যমে দর্শক মহলে পরিচিতি লাভ করেন ।
পিতামাতা ও বাল্য জীবন;
মানালি দে কলকাতার মেয়ে । জন্ম থেকেই তিনি কলকাতায় থাকেন। তার পিতার নাম হল নিতাই দে ও মাযের নাম হল মনীষা দে । মানালি দে তার পিতা মাতার একমাত্র সন্তান । তার ডাকনাম হল মানা ।
![]() |
মানালি দে ও তার মা |
![]() |
মানালি দে ও তার বাবা |
জন্মস্থান ও বর্তমান ঠিকানা
মানালি দে ১৯৯০ সালের ৬ ই মে তারিখে কলকাতায় জন্মগ্রহণ করেন । বর্তমানে তিনি কলকাতা , পশ্চিমবঙ্গ , ভারতে বসবাস করেন । মানালি দে অক্সফোর্ড হাউস থেকে মাধ্যমিক এবং কাকুরগাছি ওপেন বোর্ড আর্মিত একাডেমী থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন । তিনি স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জানা যায় ।
শারীরিক গঠন
মানালি দে র শরিলের গঠন হল - রোগা । তার গায়ের রং ফর্সা , চুলের হল কালো , চোখের রং কালো । তার বর্তমান বয়স হল ৩৩ বছর , বর্তমান ওজন ৫৫ কেজি । তার উচ্চতা হল ৫ ফুট ৩ ইঞ্চি ।
প্রেম ও বিবাহ
মানালি দে ২০১২ সালে সপ্তক ব্যানার্জির সাথে বিবাহ করেন । পরে তাদের সম্পর্কের অবনতি হয় এবং ২০১৬ সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় । তিনি পুনরায় ২০২০ সালে অভিমুন্য মুখার্জীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । বর্তমানে তাদের একটি সন্তান রয়েছে এবং তার সুখেই রযেছে ।
![]() |
অভিমুন্য মুখার্জী |
![]() |
সপ্তক ব্যানার্জী |
পছন্দ ও অপছন্দ
মানালি দে অভিনয় , ভ্রমণ ও নাচ করতে খুব পছন্দ করেন । তার প্রিয় রং হল গোলাপী , প্রিয় খাবার বিরিয়ানী , প্রিয় নায়ক হল আমির খান, প্রিয় নায়িকা হল কাজল।
কর্ম জীবন
মানালি দে শিশু শিল্পী হিসাবে তার কেরিয়ার জীবন শুরু করেন। তার প্রথম চলচিত্র হল কালী আমার মা । চলচিত্র দিয়ে তার কেরিয়ার জীবন শুরু হলেও তিনি পরিচিতি লাভ করেন বাংলা টিভি সিরিয়ালের মাধ্যমে । নায়িকা হিসাবে তার প্রথম সিরিয়াল হল বউ কথা কও । তার পর তিনি যে সব সিরিয়ালে অভিনয় করেছেন সেগুলি হল নীড় ভাঙা ঝড়, মোহনা , জয় কালী কলকাতাওয়ালী , জামাই রাজা , নক্সী কাথা , ধুলোকনা , সখী , ভুলে যেওনা প্লিস । বর্তমানে তিনি কার কাছে কই মনের কথা সেরিয়ালে কাজ করছেন । সিরিয়াল ছাড়াও তিনি একাধিক সিনেমায় কাজ করেছেন সেগুলি হল কালী আমার মা, রাজদ্রোহ , অচিন পাখি, স্থানীয় সংবাদ, প্রাক্তন, মহানায়ক, ভুতু, গোত্র, অডভেঞ্চার অফ জোজো , লক ডাউন, নিমকি ফুলকি, নিমকি ফুলকি ২ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন