Here you know about Bengali entertainment news, Bengali serial actor & actress lifestyle & biography, and new bengali movie list. Watch Bollywood news, song, movie, Bollywood actor, actress biography, photos, Tollywood news, song, movie, Tollywood actor, actress, biography, photos, Hindi & Bengali movie, song, news in Bengali on BOLLY TOLLY BLAST.
২৩.৬.২১
Akshay kumar net Worth 2021 অক্ষয় কুমারের মোট সম্পত্তি
1967 সালে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন অক্ষয় কুমার। সবাই তাকে অক্ষয় কুমার নামে জানলেও তার আসল নাম রাজীব হরি ওম ভাতিয়া। 1991 সালে ‘সৌগন্ধ’ সিনেমা দিয়ে বলিউডে তার অভিষেক। তারপর একের পর এক হিট ছবি দিতে থাকেন তিনি ইন্ডাস্ট্রিকে। জীবনে নানা বাধা সত্বেও ভেঙে পড়েননি তিনি। সংগ্রাম চালিয়ে গেছেন। হয়ে উঠেছেন বলিউডের খিলাড়ি। একটি সিনেমার জন্য 45 কোটি টাকা এবং একটি বিজ্ঞাপনের জন্য 6 থেকে 7 কোটি টাকা চার্জ করেন তিনি। বছরে প্রায় চার থেকে পাঁচটি ছবিতে তাকে অভিনয় করতে দেখতে পাওয়া যায়। মুম্বাইয়ের জুহু এলাকায় তার বাংলোটি প্রাসাদের থেকে কোন কম নয়। তার মূল্য 80 কোটি টাকা। এছাড়া কানাডাতে একটি বাংলো রয়েছে যার দাম 125 কোটি টাকা।এছাড়া গোয়া, টোরন্ট, কেপটাউন ও মুম্বাইয়ের আন্ধেরিতে রয়েছে তার বাংলো। বাড়ির পাশাপাশি সাতটি বিলাসবহুল গাড়ি রয়েছে তার এবং বড় বড় কোম্পানির বাইক ও রয়েছে তার কাছে। খিলাড়ি প্রায় সব মিলিয়ে 1870 কোটি টাকার মালিক। তিনি বলিউডের নামকরা সেলিব্রিটিদের মধ্যে একজন যার নিজস্ব প্লেন রয়েছে। যার এই প্রাইভেট জেট প্লেনের দাম 260 কোটি টাকা।
৭.৬.২১
Top Richest Indian Actors 2021.ভলিউডের ধনী অভিনেতা
ভারতের ধনী ১০ অভিনেতা
আজকে আমরা ভারতীয় চলচ্চিত্র জগতের সেই সব অভিনেতাদের নিয়ে কথা বলবো যাদের মোট সম্পদের পরিমাণ কয়েকশো কোটি টাকা। আমরা সেরা দশজন ধনী অভিনেতাদের নিয়ে কথা বলব। আপনার প্রিয় অভিনেতাদের সম্পর্কে জানতে ও তাদের ইনকাম সম্পর্কে জানতে এটি পড়ুন। কে হল ২০২১ সালের সেরা দশজন ধনী অভিনেতা। আপনার প্রিয় অভিনেতা এই সেরা দশজন অভিনেতার কত নম্বরে আছে জানতে শেষ পর্যন্ত পড়ুন।
১০ জোসেফ বিজয় চন্দ্র শেখর
তিনি যে সকল ব্যান্ডকে প্রোমোট করেছেন তার মধ্যে অন্যতম হল কোকাকোলা, সানডিস্ক, টাটা ডোকোমো এছাড়াও চেন্নাই সুপার কিংস ক্রিকেট টিম।
৯ কামাল হাসান
৮ সাইফ আলি খান
তিনি যে সকল ব্যান্ডকে প্রোমোট করেছেন তার মধ্যে অন্যতম হল লস, এশিয়ান পেইন্টস, পন্ডস, এবং আমুল প্রোডাক্ট।
৭ চীরঞ্জিবী
চীরঞ্জিবী সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা। অভিনয় ছাড়াও তিনি চলচ্চিত্র পরিচালক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। নাচের জন্য তিনি বিশ্ব বিখ্যাত। তিনি দের শতাধিক ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। মনে করা হয় তিনি একটি সিনেমার জন্য ৪০ থেকে ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন। তার মোট সম্পদের পরিমাণ মোটামুটি ১১২০ কোটি টাকা।
৬ আমির খান
তিনি যে সকল ব্যান্ডকে প্রোমোট করেছেন তার মধ্যে অন্যতম হল কোকা-কোলা, গোদ্রেজ, টাইটান ওয়াচেস, টাটা স্কাই, টয়োটা ইনোভা, স্ন্যাপডিল, স্যামসুং (এখন ভিভো), মোনাকো বিস্কুট ইত্যাদি
৫ অক্ষয় কুমার
তিনি যে সকল ব্যান্ডকে প্রোমোট করেছেন তার মধ্যে অন্যতম হল হন্ডা মোটরসাইকেল, এলজি ইলেক্ট্রনিক্স, মনপুরাম গোল্ড লোন, থমস আপ, পেপসি, মাইক্রোম্যাক্স মোবাইল, রেড লেবেল চা, এবং রিল্যাক্সো পাদুকা ।
8 সালমান খান
তিনি যে সকল ব্যান্ডকে প্রোমোট করেছেন তার মধ্যে অন্যতম হল থাম্ব আপ, কোকাকোলা।
৩ ঋত্বিক রোশন
তার মোট সম্পদের পরিমাণ মোটামুটি ২৬০০ কোটি টাকা। তার কাছে অনেক বিলাসবহুল বাড়ি ও গাড়ি রয়েছে। তার উল্লেখযোগ্য গাড়ি গুলি গল্প রোলেক্স ডেট্রিমার, রোডস রয়ালস ইত্যাদি। তিনি যে সমস্ত ব্যান্ড কে সমর্থন করেছেন তা হল কোকাকোলা, মাউন্টেন ডিও, নির্মাণ, ওপো মোবাইল, টাটা টিয়াগো, ও ম্যাক্রোম্যান।
২ অমিতাভ বচ্চন
2019 সালে, তিনি সেরা অভিনেতার জন্য দাদাসাহেব ফালকে পুরষ্কার পেয়েছিলেন।তার মোট সম্পদের পরিমাণ মোটামুটি ৪২০ কোটি টাকা।
১ শাহরুখ খান
অভিনয় বা বিজ্ঞাপনে হাজির হওয়ার জন্য শাহরুখ খান প্রতিদিন প্রায় সাড়ে ৩ থেকে ৪ কোটি টাকা চার্জ করেন। তার মোট সম্পদের পরিমাণ মোটামুটি ৪২০০ কোটি টাকা।