Bollywood heroin লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bollywood heroin লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১.১.২৪

Mahabharat actress Rupa Ganguly biography. রূপা গাঙ্গুলীর জীবনী।

 

রূপা গাঙ্গুলী
রূপা গাঙ্গুলী 

বাংলা ও হিন্দি চলচিত্র জগতের অতি পরিচিত নাম হল রূপা গাঙ্গুলী। বি আর চোপড়া পরিচালিত মহাভারতে তিনি দ্রৌপদীর ভূমিকায়অভিনয় করেছেন। সেখান থেকেই তিনি দর্শক মহলে পরিচিতি
 লাভ করেন।এছাড়াও তিনি বাংলা, তামিল,ও ওড়িয়া ভাষায় বিভিন্ন চলচিত্র অভিনয় করেছেন।

পিতা মাতা ও বাল্য জীবন;

রূপা গাঙ্গুলীর বাবার নাম হল সমরেন্দ্র নাথ গাঙ্গুলী ও মা হলেন যুথিকা গাঙ্গুলী । তিনি কলকাতার বেলতলা গার্লস স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। তারপর যোধপুর গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন । তিনি যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক পাস করেন। 

জন্মস্থান ও বর্তমান ঠিকানা ;

রূপা গাঙ্গুলী ২৫ শে নভেম্বের ১৯৬৬ সালে কলকাতায় জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি কলকাতায় থাকেন। তার বর্তমান বয়স হল ৫৭ বছর। 

প্রেম ও বিবাহ ;

রূপা গাঙ্গুলীর সাথে ১৯৯২ সালে ধ্রুব মুখার্জীর বিবাহ হয়। ২০০৬ সালে ধ্রুব মুখার্জীর সাথে তার বিবাহবিচ্ছেদ হয়ে যায় । তাদের একজন সন্তান আছে তার নাম হল আকাশ মুখার্জী । পরে তিনি গায়ক দিব্যেন্দু মুখেরজীর সঙ্গে লিভ ইন এ থাকতেন । 

রূপা গাঙ্গুলী
রূপা গাঙ্গুলী 
কর্ম জীবন ;

রূপা গাঙ্গুলী কখনোই অভিনেত্রী হতে চায়নি। তিনি একদিন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।  যেখানে বিজয় চ্যাটার্জীর সাথে তার পরিচয় হয় । যিনি রবীন্দ্র নাথ ঠাকুরের বাংলা ছোট গল্প দেনা পাওনা অবলম্বলে হিন্দি শর্টস ফিল্ম নিরুপমা করতে চাইছিলেন। এই সিনেমাতে তিনি রূপা গাঙ্গুলীকে অভিনয় করার প্রস্তাব দেন । প্রথমে তিনি সহমত না হলেও পরে তিনি মত দেন। সেখান থেকেই তার অভিনয় জীবন শুরু হয়। বি আর চোপড়ার মহাভারতে অভিনয়ের মাধ্যমে তিনি ভারতে পরিচিতি লাভ করেন। তিনি পেয়ার কা দেবতা, সৌগন্ধ, কামাল কি মত সহ অনন্য অনেক হিন্দি ছবিতে কাজ করেছেন। তিনি যেসব বাংলা ছবিতে কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রতীক, জননী, পদ্মা নদীর মাঝি, রাজার রাজা,বাড়িওয়ালী ইত্যাদি। তিনি যেসব বাংলা সিরিয়ালে কাজ করেছেন তার মধ্যে অন্যতম হল মুক্তবন্ধা, ওগো প্রিয়তমা , জন্মভূমি, করি দিয়ে কিনলাম, মেয়েবেলা ইত্যাদি। তিনি গণদেবতা , মহাভারত, চন্দ্রকান্তা , সাহেব বিবি গোলাম, সহ নানা হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়াও তিনি তামিল, ওড়িয়া, কন্নড় ও ইংলিশ চলচিত্রেও কাজ করেছেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্য সভার মনোনীত সদস্য ছিলেন। 

পুরস্কার ;

তার এই ব্যাপক কাজের জন্য তিনি তিনবার কলাকার পুরস্কার, দুই বার ভারতীয় টেলি পুরস্কার ও একবার জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি আরও অনেক পুরস্কার পেয়েছেন। 



২৩.৮.২০

২০.৮.২০

বলিউড হিরোইন তামান্না ভাটিয়ার ফটো ও জীবনি

নাম - তামান্না ভাটিয়া। জন্ম - ২১শে ডিসেম্বর ২৯৮৯ সাাল জন্মস্থান - মুুুম্বাই
লেখা পডা - স্নাতক (BA)
স্কুল - মানেকজি কূপার   ট্রাস্ট স্কুল
কলেজ - ন্যাশনাল কলেজ
প্রথম ছবি - চাঁন্দ সা রোসন চেহেরা
প্রথম তামিল ছবি - কেডি
প্রথম তেলুগু ছবি - শ্রী
 চেহারা হাইট - 5'5" ওয়েট - 57kg

১৮.৮.২০

Bollywood actress Aishwarya rai bio and photo album

Birth - 1st November 1973, mother language - tullu, birth place - Mangalore
School - arjya vidyamandir high school, college - jai hind college, GD Rupali college
1994 miss world
First film - Taruval (tamil), Or pyar ho gaya (Hindi), first Hindi hit film - hum dil de chuke sanam
20th April 2007 marriage, 16th November 2011 first baby