biography লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
biography লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১.১.২৪

Mahabharat actress Rupa Ganguly biography. রূপা গাঙ্গুলীর জীবনী।

 

রূপা গাঙ্গুলী
রূপা গাঙ্গুলী 

বাংলা ও হিন্দি চলচিত্র জগতের অতি পরিচিত নাম হল রূপা গাঙ্গুলী। বি আর চোপড়া পরিচালিত মহাভারতে তিনি দ্রৌপদীর ভূমিকায়অভিনয় করেছেন। সেখান থেকেই তিনি দর্শক মহলে পরিচিতি
 লাভ করেন।এছাড়াও তিনি বাংলা, তামিল,ও ওড়িয়া ভাষায় বিভিন্ন চলচিত্র অভিনয় করেছেন।

পিতা মাতা ও বাল্য জীবন;

রূপা গাঙ্গুলীর বাবার নাম হল সমরেন্দ্র নাথ গাঙ্গুলী ও মা হলেন যুথিকা গাঙ্গুলী । তিনি কলকাতার বেলতলা গার্লস স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। তারপর যোধপুর গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন । তিনি যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক পাস করেন। 

জন্মস্থান ও বর্তমান ঠিকানা ;

রূপা গাঙ্গুলী ২৫ শে নভেম্বের ১৯৬৬ সালে কলকাতায় জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি কলকাতায় থাকেন। তার বর্তমান বয়স হল ৫৭ বছর। 

প্রেম ও বিবাহ ;

রূপা গাঙ্গুলীর সাথে ১৯৯২ সালে ধ্রুব মুখার্জীর বিবাহ হয়। ২০০৬ সালে ধ্রুব মুখার্জীর সাথে তার বিবাহবিচ্ছেদ হয়ে যায় । তাদের একজন সন্তান আছে তার নাম হল আকাশ মুখার্জী । পরে তিনি গায়ক দিব্যেন্দু মুখেরজীর সঙ্গে লিভ ইন এ থাকতেন । 

রূপা গাঙ্গুলী
রূপা গাঙ্গুলী 
কর্ম জীবন ;

রূপা গাঙ্গুলী কখনোই অভিনেত্রী হতে চায়নি। তিনি একদিন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।  যেখানে বিজয় চ্যাটার্জীর সাথে তার পরিচয় হয় । যিনি রবীন্দ্র নাথ ঠাকুরের বাংলা ছোট গল্প দেনা পাওনা অবলম্বলে হিন্দি শর্টস ফিল্ম নিরুপমা করতে চাইছিলেন। এই সিনেমাতে তিনি রূপা গাঙ্গুলীকে অভিনয় করার প্রস্তাব দেন । প্রথমে তিনি সহমত না হলেও পরে তিনি মত দেন। সেখান থেকেই তার অভিনয় জীবন শুরু হয়। বি আর চোপড়ার মহাভারতে অভিনয়ের মাধ্যমে তিনি ভারতে পরিচিতি লাভ করেন। তিনি পেয়ার কা দেবতা, সৌগন্ধ, কামাল কি মত সহ অনন্য অনেক হিন্দি ছবিতে কাজ করেছেন। তিনি যেসব বাংলা ছবিতে কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রতীক, জননী, পদ্মা নদীর মাঝি, রাজার রাজা,বাড়িওয়ালী ইত্যাদি। তিনি যেসব বাংলা সিরিয়ালে কাজ করেছেন তার মধ্যে অন্যতম হল মুক্তবন্ধা, ওগো প্রিয়তমা , জন্মভূমি, করি দিয়ে কিনলাম, মেয়েবেলা ইত্যাদি। তিনি গণদেবতা , মহাভারত, চন্দ্রকান্তা , সাহেব বিবি গোলাম, সহ নানা হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়াও তিনি তামিল, ওড়িয়া, কন্নড় ও ইংলিশ চলচিত্রেও কাজ করেছেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্য সভার মনোনীত সদস্য ছিলেন। 

পুরস্কার ;

তার এই ব্যাপক কাজের জন্য তিনি তিনবার কলাকার পুরস্কার, দুই বার ভারতীয় টেলি পুরস্কার ও একবার জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি আরও অনেক পুরস্কার পেয়েছেন। 



৩০.১০.২৩

Titiksha Das lifestyle & biography.

অভিনেত্রী তিতিক্ষা দাসের জীবনী 

Titiksha Das lifestyle & biography
তিতিক্ষা দাস 

তিতিক্ষা দাস হল একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী যিনি মূলত বাংলা সিরিয়ালে কাজ করেন । মাত্র ১৯ বছর বয়স থেকে তিনি বাংলা সিরিয়ালে লিড চরিত্রে অভিনয় করছেন । তিনি কালার বাংলায় দত্ত & বৌমা সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন । এই সিরিয়ালে তিনি প্রধান চরিত্র মুকুটের ভূমিকায় অভিনয় করেছেন । তিতিক্ষা দাস বর্তমানে জি বাংলায় ইচ্ছে পুতুল সিরিয়ালের প্রধান চরিত্র মেঘের ভূমিকায় অভিনয় করছেন । 

কর্ম জীবন 

তিনি ২০২১ সালে কালার বাংলার দত্ত & বৌমা সিরিয়াল দিয়ে কর্ম জীবন শুরু করেন । তারপর ২০২২ সালে জয় জগন্নাথ সিরিয়ালে কাজ করেছেন । বর্তমানে তিনি জি বাংলার ইচ্ছে পুতুল সিরিয়ালে মেঘের ভূমিকায় অভিনয় করছেন । 

জন্মস্থান ও ঠিকানা 

তিতিক্ষা দাস ১২ জানুয়ারি ২০০২ সালে উত্তর ২৪ পরগণা জেলার দুত্তপুকুরে জন্মগ্রহণ করেছেন । তবে তিনি বর্তমানে কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে বসবাস করেন । 

Titiksha Das lifestyle & biography
তিতিক্ষা দাসের মা 


পরিবার 

তিতিক্ষা দাসের বাবার নাম হল চন্দন দাস । তার মাযের নাম হল শুক্লা দাস । তিতিক্ষা দাস বর্তমানে সিঙ্গেল রয়েছেন । তবে কারো সাথে প্রেম করছেন কিনা জানা যায়নি । 

বিদ্যালয় ও শিক্ষা 

তিনি দত্তপুকুরের একটি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা নিয়েছেন । তবে বিদ্যালয়ের নাম জানা যায়নি । বর্তমানে তিনি কলেজে পড়াশোনা করছেন বলে জানা গিয়েছেন । 

শারীরিক গঠন  

তার শরিলের ধরণ - রোগা , শারীরিক মাপ - ৩০/২২/৩০ , তার উচ্চতা ৫ '৩ ", ওজন ৫৫ কেজি , গায়ের রং ফর্সা , চুলের রং কালো , চোখের রং কালো , ধর্ম -হিন্দু , জাতীয়তা -ভারতীয় । 

পছন্দ 

তিনি নাচ করতে ভালোবাসেন। তার পছন্দের নায়ক হল দেব। পছন্দের নায়িকা হল শ্রাবন্তী ও কোয়েক । প্রিয় রং -কালো ,হলুদ । প্রিয় খেলা - রাকেত ,ফুটবল । তিনি ফুচকা ও মোমো খেতে পছন্দ করেন । তার প্রিয় ভ্রমণস্থান হল দুবাই ।