৮.১২.১৮

সাহিদ কাপুর কি ক্যান্সারে আক্রান্ত জানুন সত্য


এবার মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত বলিউড তারকা শাহিদ কাপুর? সম্প্রতি বি-টাউনে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে শাহিদ নাকি স্টমাক ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে।কিছুদিন আগেই দ্বিতীয় সন্তান জৈইন কাপুরের বাবা হয়েছেন শাহিদ। মিশা ও জেইনকে নিয়ে শাহিদ-মীরার এখন ভরা সংসার। তারই মাঝে খবর ছড়িয়ে পড়ে শাহিদ কাপুর নাকি স্টমাক ক্যান্সারে আক্রান্ত। খবরটি সত্যি না মিথ্যে জানতে পরিবারের কাছে জানতে চাওয়া হলে তাঁরা এই খবরে বেশ রেগে যান। শাহিদের পরিবারের এক সদস্য বলেন, '' আরে যা খুশি তাই খবর ছড়িয়ে পড়ে? এধরনের খবর কোথা থেকে পেলেন? এধরনের গুজব কারা রটায়? ''
তার মানে পুরোটাই রটনা গুজব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন