৯.১২.১৮

জানেন কি শ্রদ্ধা কাপুরের নতুন প্রেমিক কে


এক সময়ে বলিউডে ঝড় উঠেছিল, চুটিয়ে প্রেম করছেন শ্রদ্ধা কাপুর আর ফারহান আখতার। কিন্তু এত গেল অতীতেত কথা! বর্তমান যে অন্য গল্প বলছে...বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে গসিপ ঘোরাফেরা করছিল, ফের নাকি প্রেমে মজেছেন শ্রদ্ধা! এবার বয়ফ্রেন্ড বলিউডের নামজাদা ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠ। আর সেই জল্পনাতেই এবার ঘি পড়ল! রোহনের সঙ্গে শ্রদ্ধাকে হাতেনাতে ধরে ফেললেন পাপারাৎজিরা। ডেনিম জ্যাকেট, শর্ট ফ্রকে 'কুল অ্যান্ড কাম' শ্রদ্ধা! পাপারাৎজিদের সামনেও মুখের হাসিটা গায়েব হয়নি! বরং স্মার্টলি হেঁটে বেরিয়ে গেলেন! করণ জোহরের দিওয়ালি পার্টিতে প্রথম এক সঙ্গে দেখা গিয়েছিল শ্রদ্ধা আর রোহনকে। কিছু বছর ধরে তাঁরা একে অপরকে চেনেন। বিগত বেশ কয়েক মাস ধরেই ডেট করছেন দু’জনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন